আজকাল ওয়েবডেস্ক: ভয়ঙ্কর ভূমিকম্পে বিধ্বস্ত জাপান। ভারত এই অবস্থায় জাপানের পাশে রয়েছে। জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিসিদাকে লিখে পাঠালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভূমিকম্পের ফলে যে মৃত্যু ঘটেছে তাতে গভীর শোকপ্রকাশ করেন প্রধানমন্ত্রী। যদি জাপানের কোনও ধরণের সহায়তা দরকার হয় তবে ভারত সেজন্যে প্রস্তুত। ভারতের সঙ্গে জাপানের সম্পর্ক বরাবরই ভালো। তাই জাপানের এই দুর্দিনে ভারত তাদের পাশে রয়েছে। প্রসঙ্গত, সোমবার জাপানে ভূমিকম্প ঘটে। তীব্রতা ছিল সাত দশমিক পাঁচ। ভূমিকম্পের ফলে ৬৪ জন মানুষের মৃত্যু ঘটেছে। যদিও এই ভূমিকম্পের ফলে সুনামি সতর্কতা জারি করা হয়নি। ওয়াজমা শহরে প্রায় ২৫ টি বাড়ি, ছোটো ঘর একেবারে ভেঙে পড়ে। আসাইচি পর্যটনকেন্দ্রে প্রায় ২০০ টি বাড়ি, দোকান ক্ষতিগ্রস্ত হয়। জাপানে এমনিতেই ভূমিকম্পের প্রবণতা বেশি। তাই এবারের ভূমিকম্পও জাপানকে অনেকটা পিছনে ফেলে দিল।